Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievement

বিগত ৩ বছরে টেকসই উন্নয়ন অভীষ্টে পৌঁছানোর লক্ষ্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাঁপাইনবাবগঞ্জে বেকারত্ব দূরীকরণ ও শোভনমূলক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানে ৮৩০ জন অঙ্গীভূত আনসার এবং বিভিন্ন পর্যায়ের নির্বাচন, ধর্মীয় অনুষ্ঠানে ১১১০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সাথে এ বাহিনীর সদস্যরা যৌথ ও একক মোট ১৮৫ টি টহলে অংশগ্রহণ করেছে। কোভিড-১৯ মোকাবেলায় খাদ্য সহায়তা প্রদানসহ লকডাউন বাস্তবায়নে আনসার ও ভিডিপি সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গৃহীত ব্যাপক কার্যক্রমের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জেলা কার্যালয়ে ইউনিটে স্থাপিত ০১ টি বঙ্গবন্ধু কর্ণার, অসচ্ছল সদস্যদের জন্য ১ টি গৃহ নির্মাণ, ৬৮৫ টি বৃক্ষরোপন করা হয়।