১। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সরকারী ও বেসরকারি ৫৭ টি সংস্থায় ৩১২ জন অঙ্গীভূত আনসার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। ২। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সদর দপ্তর কর্তৃক প্রশিক্ষণ নির্দেশিকা অনুযায়ী মৌলিক, পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। ৩। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে ব্যাটালিয়ন আনসারদের সক্রিয় অংশগ্রহণ। ৪। র্যাব এর বিভিন্ন অভিযানে তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আনসার সদস্য মোতায়েন। ৫। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইন-শৃংখলা রক্ষার্থে সড়ক ও রেলপথ স্বাভাবিক রাখার জন্য আনসার সদস্য মোতায়েন। ৬। নির্বাচন ও পূজাসহ অন্যান্য রাষ্ট্রীয় অনুষ্ঠানের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে আনসার সদস্য মোতায়েন। ৭। চাহিদার প্রেক্ষিতেি আনসার সদস্যদের মাধ্যমে বিভিন্ন সংস্থায় নিরাপত্তার দায়িত্ব পালন। ৮। যেকোন সরকারী প্রয়োজনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা নিয়োজিত করা। ৯। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যের সক্রিয় অংশগ্রহণ।
যথাযথ কর্তৃপক্ষর অনুমতি সাপেক্ষ উপরোক্ত সেবাসমুহ প্রদান করা হয়।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস