বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে এ বাহিনীর গৌরবময় অবদান রয়েছে।
পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর ৩৯ টি পুরুষ ও ০২ টি মহিলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা বিধান, নারীর ক্ষমতায়ন, নিরক্ষরতা দূরীকরণ, দুর্যেোগ মোকাবেলা ইত্যাদি ক্ষেত্রে এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় সংসদসহ সকল প্রকার নির্বাচন, দূর্গাপুজা, বিশ্ব ইজতেমা ইত্যাদিতে সড়ক ও জনপথের নিরাপত্তায়, রেলপথ রক্ষা, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সাথে দায়িত্ব পালন, শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, জাতীয় সংসদ, নৌ, বিমান ও স্থলবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে এ বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় সহায়তা করে যাচ্ছে। এছাড়া সকল জেলাতে জেলা প্রশাসনের অধীনে মোবাইল কোর্ট পরিচালনায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যাটালিয়ন আনসার মোতায়েন আছে।
দেশের মানব সম্পদ ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে বিগত সাড়ে আট বছরে এ বাহিনী প্রায় ০৯ (নয়) লক্ষ জনবলকে বিভিন্ন ধরণের মৌলিক, কারিগরী ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেছে।
CDMP এর আর্থিক সহায়তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায় Flood Preparedness Program (FPP) এর পাইলট প্রজেক্টের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় ১২০ জন মাস্টার ট্রেইনার এবং ১৬৭৫ টি গ্রামে ১৭,৮২০ জন আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবক তৈরী করে তাদের Data Base প্রস্তুত করা হয়েছে।
প্রায় ৯০,০০০ আনসার সদস্যকে স্মার্ট কার্ড প্রদান পূর্বক উক্ত সফটওয়্যারের মাধ্যমে তাদের যাবতীয় বিষয় পরিচালিত হচ্ছে এবং অঙ্গীভূত আনসার সদস্যদের নিয়োগ ও চাকরি সংক্রান্ত যাবতীয় বিষয় স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার লক্ষ্যে AMIS নামে অন লাইন ভিত্তিক একটি নতুন ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইডটি (www.ansarvdp.gov.bd) ওয়েবপোর্টালে উন্নীত করা হয়েছে।
প্রায় ৬০,০০০ হাজার অঙ্গীভূত আনসার বিভিন্ন কেপিআইতে মোতায়েন রয়েছে, তাদের বেতন ভাতাদি অনলেইনের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস